ভালোবাসা
ভালোবাসো তাকে যে বোঝে তোমাকে।
বন্ধু করো তাকে যে চেনে তোমাকে।
আপন করো তাকে যে ভাবে তোমাকে।
মনে রাখো তাকে যে কখনো ভোলেনা তোমাকে।
একা আমি আজ
কতদিন কুকিলের ডাক শুনিনি।
বসন্ত নেই বলে, কতদিন বৃষ্টিতে ভিজিনি।
বৃষ্টি হয়নি বলে, কতদিন মন খুলে হাসিনি।
তুমি নেই বলে, কতদিন তোমাকে wish করিনি
কারণ বসন্ত ছিলোনা বলে।
কিন্তু আজ তোমাকে রিদয় উজার করে wish করছি।
কারণ আজ আমি একা বলে।
লেখক- shsenjoy.blogspot.com
যদি লেখার টুকুর সমস্যা হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।