অটোরান ভাইরাস আক্রান্ত ড্রাইভকে ওপেন করুন খুব সহজে/ Autoran virus Drive open very easy systems/ আপনার ড্রাইভ ওপেন হয়না সমাধান এখানে---->

আপনার কম্পিউটার এর ড্রাইভগুলো অটোরান ভাইরাস থেকে মুক্ত করুন খুব সহজে!
অনেক সময় আমরা আমাদের কম্পিউটার ড্রাউভগুলো ওপেন করতে গেলে তা ওপেন হতে চায় না। এটি আসলে অটোরান ভাইরাস এর জন্য হয়ে থাকে। আমরা খুব সহজে এটি একটি সমাধান পেতে পারি। আশা করি এই পোস্টটি আপনাদের কাজে লাগবে। তাহলে শুরু করি...
প্রথমে
১। Run এ গিয়ে টাইপ করুন cmd ( দেখবেন কমান্ড প্রমোট ওপেন হয়েছে ) ।
২। এবার টাইপ করুন cd\ তার পরে ইন্টার চাপুন । ( কোটেশন দিবেন না ) ।
৩। এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন , যদি সি ড্রাইভ হয় তাহলে C: লিখে ইন্টার দিন ।
৪। এবার টাইপ করুন attrib -r -h -s autorun.inf.
৫। এবার টাইপ করুন del autorun.inf.
এবার আপনার কাজ শেষ। ব্যাস এবার আপনি আপনার ড্রাইভ গুলো সহজে এখন ওপেন করতে পারবেন। সকলকে ধন্যবাদ.....