Everything

 

পোর্টেবল হার্ডডিস্ক এখন বাজারে


টুইনমস ব্রান্ডের হাইপারড্রাইভ ও প্রোলিংক সিরিজের ৫০০ গিগাবাইট বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভ বাজারে এসেছে২.৫ ইঞ্চি আকৃতির এ হার্ডডিস্কে রয়েছে ইউএসবি ২.০০ প্রযুক্তি, ৮/১৬ মেগাবাইট ক্যাশ মেমোরি এবং এলুমিনিয়াম চেসিস হার্ডডিস্কগুলো উইন্ডোজ ২০০০ থেকে শুরু করে উইন্ডোজ ০৭ পর্যন্ত সব অপারেটিং সিস্টেম, ম্যাকিন্টোশ ১০ দশমিক ৩এক্স অথবা তার চেয়ে লেটেস্ট সিস্টেম, লিনাক্স ২.৪-সহ যেকোনো অপারেটিং সিস্টেম সমর্থন করে থাকেস্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ হার্ডডিস্কটির দাম সাত হাজার ২০০ টাকা
Powerby: shsenjoy.blogspot.com

বিক্রি হচ্ছে চাঁদের দেশে যাওয়ার টিকিট

চাঁদে যেতে চান? টিকিট পাওয়া যাচ্ছেপ্রতি টিকিটের দাম পড়বে সাড়ে ১৫ কোটি ডলারছয় মাসের এই ভ্রমণে যেতে চাইলে ব্রিফকেস গুছিয়ে নিনসম্প্রতি বেসরকারি একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান চাঁদের টিকিট বিক্রি শুরু করতে এমন বিজ্ঞাপনই প্রচার করছে এক্সক্যালিবার অ্যালমাজ নামের যুক্তরাজ্যভিত্তিক একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান পৃথিবীর উপগ্রহে বেড়ানোর জন্য টিকিট বিক্রির এই ঘোষণা দিয়েছেএক খবরে ফিন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে এক্সক্যালিবার অ্যালমাজ নামের এ প্রতিষ্ঠানটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়এর প্রতিষ্ঠাতা ৬৫ বছর বয়স্ক পেটেন্ট ও মহাকাশ-বিষয়ক আইন বিশেষজ্ঞ আর্ট ডুলা সম্প্রতি হাফিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাত্কারে আর্ট ডুলা জানিয়েছেন, ২০১৫ সাল থেকে চাঁদের কক্ষপথে ভ্রমণের জন্য টিকিট বিক্রি শুরু হচ্ছেসোভিয়েত যুগের নভোযানে করে চাঁদ ঘুরে আসার সুযোগ পাবেন ভ্রমণবিলাসীরা সোভিয়েত আমলের তৈরি স্পেস স্টেশন ও সয়ুজ ক্যাপসুলকে নতুন প্রযুক্তিতে সমন্বিত করে চাঁদের কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছেন ডুলা অবশ্য, বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এক্সক্যালিবার অ্যালমাজ ছাড়াও ভার্জিন গ্যালাক্টিক ও স্পেস এক্স মহাকাশ ভ্রমণের সুযোগ দিচ্ছে মহাকাশযানে করে পৃথিবী থেকে ৬৮ মাইল উঁচুতে ওজন শূন্যতার অভিজ্ঞতা দেওয়ার জন্য দুই লাখ ডলারে টিকিট বিক্রি করছে ভার্জিন গ্যালাক্টিকআগামী বছর থেকে এ ব্যবসা শুরু করবে প্রতিষ্ঠানটিআর ২০১৫ সাল থেকে মহাকাশযানের টিকিট বিক্রি করবে স্পেস এক্স
Powerby: shsenjoy.blogspot.com

মোবাইল অপারেটরের কোন প্যাকেজটি ব্যবহার করতেছে তা জানুন !

 

আমাদের কমবেশি প্রায় সবারই একের অধিকসিম রয়েছেকিন্তু যখন নম্বরটি ভুলে যাইতখন পড়ি বিড়ম্বনায়এখন থেকে আশা করি আরভুলবেন না
১. জিপি: – *#
২. রবি: – *১৪০*২*৪#
৩. বাংলালিংক: – *৫১১#
৪. এয়ারটেল: – *১২১*৬*৩#
5.
টেলিটক: টাইপ করুন tar ও পাঠিয়ে দিন২২২ নম্বরে (চার্জ ০.৫৮টাকা)

Powerby : shsenjoy.blogspot.com