এবার রেডিও জকি হলেন শাহরুখ খান। অনুষ্ঠানটি বিবিসি এশিয়ার, নাম ‘দ্য
শাহরুখ খান শো’। শাহরুখ খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দুই ঘণ্টার এ
অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেছেন শাহরুখ। পাশাপাশি তাঁর অভিনীত
বিভিন্ন ছবির জনপ্রিয় কয়েকটি গানও বাজিয়ে শুনিয়েছেন। রেডিও জকির কাজ আগে
কখনো করেননি শাহরুখ। তাই কাজটি করে তিনি দারুণ মজা পেয়েছেন। শাহরুখ এখন
লন্ডনে যশ চোপড়ার নতুন ছবির শুটিং করছেন। সম্প্রতি লন্ডনেই ‘দ্য শাহরুখ খান
শো’ অনুষ্ঠানটি ধারণ করা হয়। অনুষ্ঠানে শাহরুখ তাঁর অভিনীত দিলওয়ালে
দুলহানিয়া লে যায়েঙ্গে, কাল হো না হো, কুছ কুছ হোতা হ্যায়, ডর, কাভি আলবিদা
না কেহ্না, ম্যায় হুঁ না এবং ওম শান্তি ওম ছবির জনপ্রিয় গান বাজিয়ে
শুনিয়েছেন শ্রোতাদের।(প্রথম আলো)----->
Powerby: shsenjoy.blogspot.com