প্রথমে Notepad খুলুন।
এবার notepad এ লিখুন নিচের মত করে...।
Echo Off Cd/ Tree C: Tree D: tree E: tree F: tree G: tree H: tree I: tree J: tree K: tree L:
বুদ্ধিমানরা উপরের লাইন দু'টি কপি করে notepad এ পেষ্ট করুন।
এবার উপরের লাইনের বিষয়ে সহজ কথা বলি শুনুন।
এখানে C,D,E,F,G,H,I,J,K,L,M,N কমান্ডগুলো আপনার কম্পিউটারের ড্রাইভ কোড হিসাবে ধরা হয়েছে।
আর যদি কারো আরো বেশি ড্রাইভ থাকে তবে, আপনি সেটি নোটপ্যাডে যোগ করতে পারেন। যেমন-S ড্রাইভ থাকলে নোটপ্যাডের শেষে লিখতে হবে Tree S: এ ছাড়া যদি আপনি ইচ্ছা করলে যেকোন ড্রাইভ রিফ্রেশ এর তালিকা থেকে বাদ দিতে পারেন। এ জন্য ঐ ড্রাইভের লেটার মুছে তার আগের লাইনের tree লেখাটি মুছতে হবে । আমার মনে হয়, কারো এত বেশি ড্রাইভ নাই।নিচে চারটি ড্রাইভের কোড দেখুন।
Echo Off Cd/ Tree C: Tree D: tree E: tree F:
এবার যাদের পাঁচটি তারা দেখুন,
Echo Off Cd/ Tree C: Tree D: tree E: tree F: tree G:
প্রয়োজন মত কোড লেখার পর, File/Save as-এ গিয়ে ফাইলটি Refresh Drive.bat নামে সেভ করুন।
উপরের চিত্র শুধুমাত্র save করার উদাহরণের জন্য দেখানো হয়েছে। কোড এমন হবে না। শুধু সেভ এভাবে করতে হবে।
অবশ্যই ফাইল সেভ করবেন Refresh Drive.bat নামে। এই নামেই সেভ করতে হবে, নইলে হবে না। তবে, Refresh Drive এর স্থলে যা খুশি লিখতে পারেন কিন্তু এর পরে .bat লিখতেই হবে।
এবার notepad এ লিখুন নিচের মত করে...।
Echo Off Cd/ Tree C: Tree D: tree E: tree F: tree G: tree H: tree I: tree J: tree K: tree L:
বুদ্ধিমানরা উপরের লাইন দু'টি কপি করে notepad এ পেষ্ট করুন।
এবার উপরের লাইনের বিষয়ে সহজ কথা বলি শুনুন।
এখানে C,D,E,F,G,H,I,J,K,L,M,N কমান্ডগুলো আপনার কম্পিউটারের ড্রাইভ কোড হিসাবে ধরা হয়েছে।
আর যদি কারো আরো বেশি ড্রাইভ থাকে তবে, আপনি সেটি নোটপ্যাডে যোগ করতে পারেন। যেমন-S ড্রাইভ থাকলে নোটপ্যাডের শেষে লিখতে হবে Tree S: এ ছাড়া যদি আপনি ইচ্ছা করলে যেকোন ড্রাইভ রিফ্রেশ এর তালিকা থেকে বাদ দিতে পারেন। এ জন্য ঐ ড্রাইভের লেটার মুছে তার আগের লাইনের tree লেখাটি মুছতে হবে । আমার মনে হয়, কারো এত বেশি ড্রাইভ নাই।নিচে চারটি ড্রাইভের কোড দেখুন।
Echo Off Cd/ Tree C: Tree D: tree E: tree F:
এবার যাদের পাঁচটি তারা দেখুন,
Echo Off Cd/ Tree C: Tree D: tree E: tree F: tree G:
প্রয়োজন মত কোড লেখার পর, File/Save as-এ গিয়ে ফাইলটি Refresh Drive.bat নামে সেভ করুন।
উপরের চিত্র শুধুমাত্র save করার উদাহরণের জন্য দেখানো হয়েছে। কোড এমন হবে না। শুধু সেভ এভাবে করতে হবে।
অবশ্যই ফাইল সেভ করবেন Refresh Drive.bat নামে। এই নামেই সেভ করতে হবে, নইলে হবে না। তবে, Refresh Drive এর স্থলে যা খুশি লিখতে পারেন কিন্তু এর পরে .bat লিখতেই হবে।
Powerby: shsenjoy.blogspot.com