১. নিচের পদ্ধতি অবলম্বন করে ব্রেকিং নিউজ
উইগেট টি আপনার ব্লগারে লাগিয়ে নিন।
<script style="text/javascript" src="http://blogger-jquery-file.googlecode.com/files/buzzbd.js"> </script><script style="text/javascript"> var nMaxPosts = 20; var sBgColor; var nWidth; var nScrollDelay = 175; var sDirection="left"; var sOpenLinkLocation="N"; var sBulletChar="BREAKINGN NEWS»"; </script> <script style="text/javascript" src="http://YOUR_BLOG.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=RecentPostsScrollerv2"> </script>
২. নোট প্যাডে নিচের পদ্ধতি আনুসারে পরির্তন করুন।
৩. লাল রঙের সংখ্যা টি হল কতগুলো পোস্ট দেখাবে তার সংখ্যা । ১০টি পোস্ট দেখতে চাইলে 20 এর স্থলে 10 লিখুন। মনে রাখবেন ২০টির বেশি পোস্ট ব্রেকিং নিউজ উইগেট এ দেখতে পারবেন না।
৪. সবুজ রঙের সংখ্যা টি হল ব্রেকিং নিউজ উইগেট-এর লেখার গতি। যদি গতি বাড়াতে চান তাহলে 175 এর স্থলে 200 করে দিন আর কমাতে চাইলে 125 করে দিন।
৫. নীল রঙের লেখাটি হল কোন দিকে যাবে। যদি লেখাটি ডান থেকে বামে নিয়ে যেতে চান তাহলে যা আছে তাই থাকবে । আবার যদি লেখাটি বাম থেকে ডানে নিয়ে যেতে চান তাহলে left এর স্থলে right লিখুন।
৬. কমলা রঙের লেখাটি হল ব্রেকিং নিউজ উইগেট এর নামকরন করা। এটা আপনি নিজের যেকোনো লেখ দিয়ে পরিবর্ত্ন করতে পারেন। যেমনঃ BREAKING NEWS» এর যায়গায় লিখতে পারেন HEADLINES:
৭. বেগুণী রঙের লেখাটি হল আপনার ব্লগের ওয়েব এড্রেস । YOUR_BLOG.blogspot.com এর স্থলে আপনার ব্লগের এড্রেস দিয়ে দিন।
৮. এখন আপনার নোট প্যাডে এর লেখা গুলা কপি করুন এবং ব্লগারের সুবিধাজনক স্থানের Add a Gadget ক্লিক করে HTML/JavaScript ওপেন করে পেস্ট করে সেভ করুন।
এখন দেখুন আটো ব্রেকিং নিউজ এর মজা।