ব্লগস্পটে “Read More” বাটন যোগ করুন

ব্লগস্পটে “Read More” বাটন যোগ করুন

আমি নতুন, তবু কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে দিচ্ছি।


কিভাবে করবেন:
১ সবচেয়ে সহজ উপায় হল পোস্ট এডিটর থেকে (Compose View) Jump Break icon এ ক্লিক করে Read More অপশন টি যুক্ত করা। আপনি যেখানে Read More দিতে চান, ঠিক সেখানে কার্সর রেখে Jump Break বাটনে ক্লিক করলেই তা যুক্ত হয়ে যাবে।
Jump break button
এর জন্য আপনি যে পোস্টটিতে যুক্ত করতে যাচ্ছেন সেই পোস্টে কিছু লেখার পর এই জামপার ব্রেকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে লেখুন Read More। যে লেখা টুকুর পর Read More লেখেছেন তার পর থেকে Read More লেখা দেখাবে। এবার পোস্ট পাবলিস করুন
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++